বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বীমাকে আরো এগিয়ে নিতে হবে: শেখ কবির হোসেন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বীমাকে আরো এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন দু’টো উদ্দেশ্যে। একটি হচ্ছে- জনগণের সাথে তার সম্পর্ক থাকবে। যার মাধ্যমে তার স্বাধীনতার মূলমন্ত্র দিকে দিকে ছড়িয়ে দেবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বীমাতে চাকরি করার আরেকটি উদ্দেশ্যে হলো সেখান থেকে যে আয় হবে তা দিয়ে পরিবারের জন্য উপকার হবে এবং কর্মীদের জন্যও খরচ করবেন। এই কারণে তিনি সেখানে যোগদান করেন। এবং ছয় দফাও তিনি সেখানে বসেই করেছেন। ওদের পেটের উপরে বসেই বঙ্গবন্ধু ছয় দফা রচনা করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ছিল বাঙালীদের ওপর। আর এই সুযোগটি গ্রহণ করেছে সাম্রাজ্যবাদ। তিনি বলেন, রাজাকাররা আসলে বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না। যদি কেউ রাজাকারদের সাহস না দিত। এই সাহসটা যুগিয়েছে সাম্রাজ্যবাদ। এর মধ্যে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে যাবে- শোষিত ও শাষিত। আমি শোষিতদের পক্ষে। অর্থাৎ যারা শোষিত হচ্ছে, বঞ্ছ্বিত হচ্ছে, লাঞ্ছ্বিত হচ্ছে, স্বাধীনতাকামী- আমি তাদের পক্ষে। এই ধরণের একটা হুঙকার পেয়েছিল সাম্রাজ্যবাদ। এতো বড় সাহস- সামান্য একটা বাংলাদেশ, এই দেশের নেতা এ ধরণের কথা বলে; এটাতে তারা (সাম্রাজ্যবাদ) চিন্তিত হয়ে পড়েছিল। এ জন্য তারা রাজাকারদের সাহস যুগিয়েছে বঙ্গবন্ধুকে হত্যার।
বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করতে গিয়ে বিআইএ প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করলে দিনের পর দিন আলোচনা করা যাবে কিন্তু এক কথা দু’বার বলার প্রয়োজন হবে না। প্রতিটি আলোচনাতেই বঙ্গবন্ধু সম্পর্কে নতুন কিছু পাওয়া যাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বীমা পরিবারের। এই পরিবার রক্তের নয়। এই পরিবার আত্মার। আর আত্মার পরিবার হয় রক্তের পরিবারের চেয়ে শক্তিশালী।