বীমাখাতের উপকারিতা গণমাধ্যমে প্রচারের আহবান
ডেস্ক রিপোর্ট: বীমাখাতের উপকারিতা গণমাধ্যমে প্রচারের আহবান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান। তিনি বলেন, বীমার উপকারিতা বিশেষভাবে বীমাখাত হতে উপকারভোগীদের প্রাপ্তির বিষয়ে গণমাধ্যমে প্রচার, টিভিতে টক শো আয়োজনের মাধ্যমে দেশের বীমাখাতকে সমৃদ্ধ করতে হবে।
"প্রোভার্টি রিডাকশন, সোস্যাল সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট অব ক্লাইমেট রিস্ক-প্রভিশন অব ইন্স্যুরেন্স ইউথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউনুসুর রহমান এ আহান জানান। সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সেমিনারের আয়োজন করে।
কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের গ্লাসগো ক্যালোডোনিয়ান ইউনিভার্সিটির বিজনেস স্কুলের এসোসিয়েট প্রফেসর মধু আচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব হেল্থ ইকোনোমিকসের প্রফেসর অ্যান্ড ডিরেক্টর ড. সৈয়দ আব্দুল হামিদ এবং, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা এবং এক্স-সিইও আখতার আহমেদ।
প্রবন্ধে বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি মোকাবেলায় গৃহীত ইন্স্যুরেন্স পদ্ধতি নিয়ে এবং বাংলাদেশের জন্য প্রায়োগিক মডেল নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কর্তৃপক্ষের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) গকুল চাঁদ দাস। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি মোকাবেলায় বীমা শিল্পের করণীয় বিষয়ে এই সেমিনার হতে মতামত গ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবে কর্তৃপক্ষ। যাতে বীমাখাতকে কাঙ্খিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া যায়।
এছাড়া কর্তৃপক্ষের সদস্য মো. মুরশিদ আলম, নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মনিরুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিনিধি, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রতিনিধি, নন-লাইফ বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারটির সঞ্চালনায় ছিলেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। (সংবাদ বিজ্ঞপ্তি)