বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণের আদেশ স্থগিত করেছেন আদালত, রুল জারি
নিজস্ব প্রতিবেদক: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের অপসারণের আদেশ ৩ মাস স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে অপসারণের এই আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ বুধবার (১১ অক্টোবর) শুনানি শেষে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী শাহ মোহাম্মদ এজাজ রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিশেষ নিরীক্ষককে তথ্য না দেয়ার অভিযোগে গত ২১ সেপ্টেম্বর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
এই প্রেক্ষিতে অপসারণের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেন ড. বিশ্বজিৎ কুমার মন্ডল। রিটের শুনানি শেষে আজ বুধবার হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।