অপসারণের আদেশ স্থগিত

হোমল্যান্ডের দায়িত্বে ফিরলেন ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল

নিজস্ব প্রতিবেদক: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ফিরে পেয়েছেন ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় তিনি বীমা কোম্পানিটির অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন বলে হোমল্যান্ড লাইফ সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১১ অক্টোবর) হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র দেয়া আদেশ ৩ মাস স্থগিত ঘোষণা করেছেন। সেই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তিনি বীমা কোম্পানিটির কাজে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বিশেষ নিরীক্ষককে তথ্য না দেয়ার অভিযোগে এই অপসারণের আদেশ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল ২০২২ সালের ২৪ মে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। এর আগে তিনি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন। ২০১৪ সাল থেকে দুই মেয়াদে দীর্ঘ ৬ বছর তিনি কোম্পানিটির এ পদে দায়িত্ব পালন করেন।