অগ্রিম বেতন-ভাতা দিয়ে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি দিল হোমল্যান্ড লাইফ
নিজস্ব প্রতিবেদক: অগ্রিম বেতন-ভাতা দিয়ে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে মুখ্য নির্বাহীর পদে থেকে অব্যাহতি দিল হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের জরুরি সভায় অব্যাহতির এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, হোমল্যান্ড লাইফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গতকালের জরুরি বোর্ড সভায় ১৪ জন পরিচালকের মধ্যে ৮ জন পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া আইডিআরএ’র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজনীন কাউসার চৌধুরী। এর আগে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণের আদেশে তিনি স্বাক্ষর করেন।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, কোম্পানির প্রয়োজন না থাকায় চুক্তি পত্রের ১১ নং ক্লোজ অনুসারে আপনাকে মুখ্য নির্বাহী পদ থেকে অব্যাহতি দেয়া হল। অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।
চুক্তির পত্রের ১১ নং ক্লোজ-এ বলা হয়েছে, মুখ্য নির্বাহীকে ৩ মাসের অগ্রিম বেতন-ভাতা প্রদান সাপেক্ষে কোম্পানি অব্যাহতি দিতে পারবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বিশেষ নিরীক্ষককে তথ্য না দেয়ার অভিযোগে এই অপসারণের আদেশ দেয়া হয়।
পরে আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় আইডিআরএ’র দেয়া আদেশ ৩ মাস স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।
ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল ২০২২ সালের ২৪ মে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। এর আগে তিনি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন। ২০১৪ সাল থেকে দুই মেয়াদে দীর্ঘ ৬ বছর তিনি মুখ্য নির্বাহী পদে দায়িত্ব পালন করেন।