রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন নিয়ে আইডিআরএ’র বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স সম্পর্কে বিশেষ নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বুধবার (১৩ ডিসেম্বর) দেশের সরকারি বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, ইন্স্যুরটেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স, ২০২৩ এর ৬(খ) ও (গ) অনুচ্ছেদ অনুসরণপূর্বক কর্তৃপক্ষের নিকট সরাসরি আবেদন করবে। এরপর কর্তৃপক্ষ অনুমোদন প্রাপ্তির মানদন্ড অনুসারে যাচাই বাছাই করে অনুমোদন প্রদান করবে।
এক্ষেত্রে কর্তৃপক্ষ ব্যতিত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক এই আবেদন গ্রহণ বা যাচাই বাছাইয়ের সুযোগ নেই। এই বিষয়টি নিশ্চিত করতে বীমা কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) এস এম মাসুদুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে।
তথ্য প্রযুক্তি খাতকে বীমা সেবায় সম্পৃক্ত করতে গত ১৭ আগস্ট রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স জারি করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গাইডলাইনটি চূড়ান্ত করার আগে এটিকে আরো বাস্তবমুখী করতে অংশীজনদের মতামত নেয়া হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, গাইডলাইনটি বাস্তবায়ন হলে ইন্স্যুরটেক প্লাটফর্মের মাধ্যমে দেশের বীমা খাতে উদ্ভাবনী ধারণা প্রবর্তন হবে। যা বীমা খাতের সুশৃঙ্খল বিকাশ এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণে সহায়তা করবে।
রেগুলেটরি স্যান্ডবক্সের অধীনে বীমা কোম্পানি ও বিভিন্ন ইন্স্যুরটেক বা স্টার্টআপ প্রতিষ্ঠান নতুন নতুন পণ্য বা সেবা নিয়ে আসার সুযোগ তৈরি করবে, যা বীমা শিল্পের গুণগত উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর বীমা শিল্প গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।