বিলম্ব ফি ছাড়াই তামাদি পলিসি চালুর সুযোগ দিচ্ছে জীবন বীমা করপোরেশন
নিজস্ব প্রতিবেদক: কোন বিলম্ব মাসুল (লেট ফি) ছাড়াই তামাদি বা অনিয়মিত পলিসি পুনরায় চালুর সুযোগ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন। আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত এই বিশেষ সুযোগ পাবেন বীমা প্রতিষ্ঠানটির গ্রাহকরা।
করপোরেশনের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এমন ঘোষণা দিয়ে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করা হয়েছে। গত ১৪ মে জারি করা এই আদেশে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার-টিএ মো. হান্নানুর রশিদ।
বীমা গ্রাহকদের এই বিশেষ সুবিধা গ্রহণের জন্য ৫টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
এসব শর্তের মধ্যে রয়েছে-
তামাদি পলিসি পুনরুজ্জীবিতকরণের ক্ষেত্রে পলিসি ঝুঁকি গ্রহণের তারিখ ৩০ জুন, ২০১৯ তারিখ ও তৎপরবর্তী সময় হতে হবে।
অনিয়মিত পলিসি নিয়মিতকরণের ক্ষেত্রে প্রিমিয়াম দেয় তারিখ ৩০ জুন, ২০২২ তারিখ হতে বর্তমান তারিখের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় ডাক্তারী চাহিদাদির ক্ষেত্রে ডিজিএইচ প্রদান করলেই চলবে।
বিশেষ পুনর্বহালের ক্ষেত্রে পলিসি বীমাযোগ্য বয়সের মধ্যে হতে হবে এবং বয়স বৃদ্ধিজনিত পার্থক্য প্রিমিয়াম প্রদান করতে হবে।
এই আদেশ ১৪ মে, ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, জীবন বীমা করপোরেশনের ত্রৈমাসিক প্রতিবেদনের তথ্য অনুসারে- ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির ৫৬ হাজার ৯২১টি বীমা পলিসি তামাদি হয়েছে।
২০২৩ সালের প্রথম প্রান্তিক শেষে জীবন বীমা করপোরেশনের চালু পলিসির সংখ্যা ছিল ৩ লাখ ৫৫ হাজার ৮৭১টি।