মুখ্য নির্বাহী নিয়োগ দেবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আবেদন শেষ ২০ জুলাই
নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। শুক্রবার (৫ জুলাই) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা কোম্পানিটি।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অবশ্যই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আইডিআরএ’র নির্ধারিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুসারে কর্ম অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
এক্ষেত্রে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে আবেদনকারীর নন-লাইফ বীমা খাতে কম পক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদ তথা এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোন বিষয়ে মাস্টার্স পাস। তবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিতে কোন তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ৪৮ থেকে ৬০ বছর বয়সী প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আর কর্মস্থল হবে ঢাকা।
বেতন-ভাতা নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে আইডিআরএ’র বিধি-বিধানের অনুমোদন সাপেক্ষে কোম্পানির নীতি অনুযায়ী।
তবে নিয়োগের ক্ষেত্রে যেকোন স্বনামধন্য নন-লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা ছবিসহ সিভি পাঠাতে হবে board@cicl-bd.com –এই ই-মেইলে। অথবা কোম্পানির প্রধান কার্যালয়- সিআইসি ভবন (৩য় ও ৪র্থ তলা), ৭-৮, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০- এই ঠিকানায় এইচআর বিভাগ বরাবর আবেদনের হার্ডকপি পাঠাতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।