আইনি পরামর্শক নেবে আইডিআরএ, আবেদন শেষ ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের মামলা পরিচালনার জন্য চুক্তিভিত্তিক ৩ জন আইনি পরামর্শক নিয়োগ দেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আগামী ৬ আগস্টের মধ্যে দরখাস্ত আহবান করেছে সংস্থাটি।

গত বুধবার (২৪ জুলাই) এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, দরখাস্তকারীকে অবশ্যই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আইডিআরএ’র পক্ষে বিভিন্ন মামলা পরিচালনায় অংশগ্রহণ করবেন এই আইনি পরামর্শক। তবে কর্তৃপক্ষের স্বার্থ আছে এমন কোন মামলায় কর্তৃপক্ষের বিপক্ষে অংশগ্রহণ করতে পারবেন না। দরখাস্তকারীকে যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ/প্রত্যয়ন দাখিল করতে হবে।

আইনি পরামর্শকের নিয়োগের মেয়াদ হবে ১ বছর। তবে সন্তোষজনক কার্যক্রমের ভিত্তিতে নবায়ন করা হবে। আলোচনা সাপেক্ষে কর্তৃপক্ষের নির্ধারিত হারে সম্মানী (সরকারী ভ্যাট ও ট্যাক্স ব্যতীত) দেয়া হবে।

মামলা সংক্রান্ত বিষয়ে হালনাগাদ তথ্যসহ মামলার তারিখ এবং মামলার সর্বশেষ অবস্থা বিস্তারিতভাবে প্রতি মাসে এবং নিয়মিতভাবে পরিচালক (আইন)কে অবহিত করতে হবে। কোন আইনী পরামর্শকের পেশাগত কার্যক্রম সন্তোষজনক না হলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

দরখাস্তকারীকে সাদা কাগজে নিম্ন বর্ণিত তথ্য ও চাহিদা প্রতিপালন পূর্বক আবেদন করতে হবে-

নাম; পিতা/স্বামীর নাম; মাতার নাম; স্থায়ী ঠিকানা; বর্তমান ঠিকানা; জন্মতারিখ; শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ; হাইকোর্ট/আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্যভুক্তির সার্টিফিকেট; অভিজ্ঞতা এবং নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর দরখাস্ত আগামী ৬ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন সময়ে কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এর দপ্তরে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।

দরখাস্তের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি (রঙিন), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

প্রত্যেক দরখাস্তকারীকে দরখাস্তের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুকূলে ৩০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ড্রাফ্ট (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।

আইনি পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যেকোন শর্ত সংশোধন/সংযোজন/বিয়োজন/পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে।