দাবি আদায়ে আজও মানববন্ধন করেছে ফারইস্টের চাকরিচ্যুত কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফের বর্তমান পর্ষদ ভেঙ্গে প্রতিষ্ঠাতাদের হাতে কোম্পানি পরিচালনার দায়িত্ব হস্তান্তর এবং গ্রাহকদের বীমা দাবির টাকা দ্রুত পরিশোধসহ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে আজও মানববন্ধন করেছে কোম্পানিটির চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট ইসলামী লাইফের প্রধান কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করে এসব দাবি পূরণের আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন আন্দোলনকারীদের মুখপাত্র মাহবুবুল মাওলা রিপন, সেক্রেটারি মনিরুল ইসলামসহ সমন্বয়কারী এবিএম খায়ের, জিএম ইমাম হোসেন, মনিরুল ইসলাম, মোশাররফ ভূইয়া এবং রোকেয়া বেগম।
এর আগে ৭ আগস্ট থেকে ৯ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে ফারইস্ট ইসলামী লাইফের চাকরিচ্যুত এসব কর্মকর্তা ও কর্মচারী। এরইমধ্যে গত ১৪ আগস্ট বীমা কোম্পানিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং আজ ১৯ আগস্ট স্বতন্ত্র পরিচালক মোজাম্মেল হক নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন।
ফারইস্ট ইসলামী লাইফের আন্দোলনকারী কর্মকর্তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুতদের পুনর্বহাল করাসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করা। বঞ্চিত গ্রাহকদের মেয়াদপূর্তির টাকা ও মরনোত্তর বীমা দাবি দ্রুত পরিশোধ করা।
পলায়নকারী হাসিনা সরকারের মদদপুষ্ট জবরদখলকারী সালমান এফ রহমানের গঠনকৃত পরিচালনা পর্যদের পদত্যাগ এবং আত্মসাতকৃত হাজার হাজার কোটি টাকা উদ্ধার ও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বোর্ড পুনর্গঠন ও দায়িত্ব হস্তান্তর করা।
কোম্পানির হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতকারীদের আইনের আওতায় এনে অর্থ উদ্ধারসহ তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। বর্তমান চেয়ারম্যান শেখ কবির হোসেনের পদত্যাগসহ কোম্পানি থেকে বহিষ্কার করা।
ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহিম হোসেন খানের পদত্যাগসহ কোম্পানি থেকে বহিষ্কার করা। দুর্নীতিবাজ ও অনৈতিক কাজের সহযোগী, অদক্ষ, অযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদকে বহিষ্কার করা।
এ ছাড়াও সালমান এফ রহমান ও শেখ কবির হোসেনের নিয়োগকৃত সকল কর্মকর্তা ও কর্মচারিকে চাকরি থেকে বহিস্কার করা।