এশিয়া প্যাসিফিক জেনারেলের নতুন মুখ্য নির্বাহী কে এম সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কে এম সাইদুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র অনুমোদন অনুসারে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি গত ১৪ আগস্ট থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে যোগদান করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কে এম সাইদুর রহমান দীর্ঘ ১৫ বছর এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চীফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন।

কে এম সাইদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর একজন চাটার্ড সেক্রেটারি এবং একজন ফেলো সদস্য (এফসিএস)। এছাড়া তিনি আইসিএসবি'র একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। তিনি বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অতিথি বক্তা হিসেবে কাজ করেন।

বীমা ও পুনর্বীমা বিষয়ে প্রশিক্ষণসহ বীমা খাতের অভিজ্ঞ এ ব্যক্তিত্ব ঝুঁকি ব্যবস্থাপনা, বীমা, পুনর্বীমা এবং স্থানীয় বাজারে বিশ্বমানের প্রভাব, আ্যান্টি-মানিলন্ডারিং ইত্যাদি বিষয়ে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বীমা শিল্পে নিয়োজিত মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র একজন সদস্য ৷ তিনি ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি ও পটিয়া সমিতির একজন আজীবন সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এলামনাই এসোসিয়েশনের একজন সদস্য।