লাইফ বীমার চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সাথে আইডিআরএ’র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় দেশের লাইফ বীমা খাতের নানান বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে এ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে নানান প্রস্তাব ও পরামর্শ উঠে আসে মতবিনিময় সভায়।
আইডিআরএ’র ৪ সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন) মো. নজরুল ইসলাম (নন-লাইফ) ও কামরুল হাসান (লাইফ)সহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বীমা কোম্পানিগুলোর পরিচালকদের মধ্যে মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বেস্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিআইএ’র প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও মেঘনা লাইফের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) প্রমুখ উপস্থিত ছিলেন।
মুখ্য নির্বাহীদের মধ্যে বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।