পলিসি বোনাস ও ডিভিডেন্ট ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস এবং বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ট ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফিজিকেল ও ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৬০তম বোর্ড সভায় এই ঘোষণা দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ সালের সর্বমোট ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। যার মধ্যে ২০২৩ সালে ২ শতাংশ হারে অন্তবর্তীকালীন লভ্যাংশ ইতোমধ্যে প্রদান করা হয় এবং পলিসি হোল্ডারদের জন্য প্রতি হাজারে ৩০ টাকা পলিসি বোনাস অনুমোদন করা হয়।
কোম্পানির ১০তম এজিএম আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (হলরুম-০৬) বসুন্ধরা (আইসিসিবি), ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ আশা করছে আগামীতে এই লভ্যাংশ এবং পলিসি বোনাস প্রতি বছর আরো সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, আমরা সবসময় সম্মানিত গ্রাহকদের বিশ্বাস অটুট রেখে আসছি। এই প্রেক্ষিতে সম্মানিত গ্রাহকরা যাতে সবসময় সন্তুষ্ট থাকেন এই চেষ্টা করছি। আমাদের পরিচালনা পর্ষদ আশা ব্যক্ত করেন, ভবিষ্যতে গ্রাহকদের জন্য এর চেয়েও ভালো কিছু আসবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।