ফিরে দেখা ২০২৪: যাদের হারিয়েছে দেশের বীমা খাত
নিজস্ব প্রতিবেদক: যাদের ঘিরে আলোকিত ছিল দেশের বীমা খাত, তাদের অনেকেই এবার পাড়ি জমিয়েছেন পরপারে। তবে রেখে গেছেন তাদের কর্ম আর স্মৃতিময় দিনগুলো।
২০২৪ সালে বেশ কয়েকটি কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পদের কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছে দেশের বীমা খাত।
বছর শেষে ইন্স্যুরেন্স নিউজ বিডি স্মরণ করছে এসব গুণীজনকে।
ডায়মন্ড লাইফের চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না ২০২৪ সালের ২৪ আগস্ট ভোরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
ইসহাক আলী খান পান্না একজন ব্যবসায়ী এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিআইএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
এছাড়াও তিনি পিরোজপুর জেলার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা অওয়ামী লীগের সদস্য ছিলেন।
বেঙ্গল ইসলামী লাইফের পরিচালক মোহাব্বত উল্লাহ
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ ইন্তেকাল করেন ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ এফবিসিসিআইএ’র পরিচালক ও নিপ্পন গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম হায়দার চৌধুরী
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এম হায়দার চৌধুরী ২০২৪ সালের ১০ এপ্রিল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তার পদক্ষেপে দেশে বেসরকারি খাতে সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও সর্বপ্রথম ব্যাংক ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে।
পরর্তীতে তিনি এনসিসি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং এন্ড ফিন্যান্স, ওমান-বাংলাদেশ লিজিং ও ভেনচার বাংলাদেশ পার্টনার্সসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
মাইক্রোবাস দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফের ৩ কর্মকর্তার মৃত্যু
২০২৪ সালের ১৭ আগস্ট মাইক্রোবাস দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ কর্মকর্তার মৃত্যু হয়েছে। কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব (পিএস) সাখাওয়াত হোসেন সাব্বির, কোম্পানিটির প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ডেভেলপমেন্ট এডমিন ইনচার্জ মোজাম্মেল হক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক তারেক।
বেঙ্গল ইসলামী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খান ইন্তেকাল করেন ২০২৪ সালের ৩০ ডিসেম্বর। আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
এম এ রব খান এর আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট (আরবিডিএম) পদে কর্মরত ছিলেন।
জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মোশাররফ হোসেন মজনু
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন মজনু ২০২৪ সালের ১০ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।
মোশাররফ হোসেন মজনু জেনিথ ইসলামী লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রায় ১০ বছর কর্মরত ছিলেন।