বিআইএ'র নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন যারা
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় শেষ হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এরইমধ্যে লাইফ ও নন-লাইফ বীমা খাতের অন্তত ৩০ জন পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচনী তফসিল অনুসারে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য গত ১৪ জানুয়ারি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শুরু হয়েছে। আগামী ২২ জানুয়ারি জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থী ঘোষণা করা হবে। এর আগে গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত সংগঠনের নির্বাচনী বোর্ডের ১ম সভায় এই তফসিল ঘোষণা করা হয়।
পরিচালকদের মধ্যে মনোনয়নপত্র ক্রয়ের তালিকায় রয়েছেন- সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন;
প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, প্রোগ্রেসিভ লাইফের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ এবং এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার।
মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এসএম জিয়াউল হক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. গোলাম কিবরিয়া;
বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।
বিআইএ সূত্রে আরো জানা যায়, সংগঠনের চাঁদা পরিশোধ সাপেক্ষে প্রতিটি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি থেকে একজন করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। তবে এ বছর সংগঠনটির ৮০ জন সদস্যের মধ্যে ৭৬ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ৪টি বীমা কোম্পানি থেকে কেউ ভোটার হননি।
আগামী ২২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এসব পদে ভোট গ্রহণ করা হবে এবং বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ এর মেয়াদ আগামী ৮ এপ্রিল ২০২৫ তারিখে শেষ হবে।