সরকারের কোষাগারে ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছে পপুলার লাইফ: বিএম ইউসুফ আলী
নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সরকারের কোষাগারে ১ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেছে। আর গ্রাহকের ৬ হাজার ৩০৮ কোটি ৫১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিএম ইউসুফ আলী বলেন, মাদক বিরোধী কর্মকান্ড, ভিটামিন ই-ক্যাম্পিং, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড করে আসছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। তিনি বলেন, আমাদের পরিচালকরা সব সময় বলে থাকেন- আমরা লাভের জন্য কোম্পানি করিনি, আমরা কোম্পানি করেছি দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। পপুলার লাইফ দেশের জনগনকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলেও তিনি মন্তব্য করেন।