বিআইএ’র নির্বাচনী তফসিলে সংশোধন, ২ ধাপে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনী তফসিলে কিছুটা সংশোধন আনা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই সংশোধিত তফসিল প্রকাশ করেছে বিআইএ’র নির্বাচন কমিশন।
নির্বাচন কমিটির সচিব ও বিআইএ’র সেক্রেটারি ওমর ফারুক ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে জানান, গত ৬ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওই দিন লাইফ বীমার ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় এ খাতের ১০ সদস্য পদে প্রার্থী রয়েছেন ৯ জন। প্রতিদ্বন্দ্বি না থাকায় ওই ৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
একইসাথে লাইফ বীমা খাতের বাকী একজন নির্বাহী সদস্য নির্বাচনের জন্য নতুন করে আগামী ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণসহ অন্যান্য কার্যক্রমের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
অপরদিকে নন-লাইফে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ খাতের ১০ সদস্য পদে প্রার্থী রয়েছেন ১৯ জন। এই ১৯ জন প্রার্থীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করতে পূর্বঘোষিত তফসিল অনুসারে আগামী ২২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিটির সচিব ওমর ফারুক ।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুসারে, লাইফ বীমার একজন নির্বাহী সদস্য পদে নির্বাচনের জন্য নমিনেশন ফরম সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। নমিনেশন ফরম যাচাই বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি বেলা ৩টায়।
বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি বেলা ৩টার পর। বৈধ প্রার্থী তালিকার বিরুদ্ধে আপিলের সর্বশেষ সময় ১৩ ফেব্রুয়ারি বেলা ১টা পর্যন্ত। আপিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি বেলা ১টার পর।
চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি বেলা ১টার পর। নমিনেশন পেপার প্রত্যাহারের সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টার পর।
আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, কোন ধরণের বিরতি ছাড়াই চলবে ভোটগ্রহণ। ভোট গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে একইদিন ২৫ ফেব্রুয়ারি বেলা ১টার পর।
সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত সংগঠনটির প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আর ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ওই দিন, ২৭ ফেব্রুয়ারি বেলা ২টার পর।
ফলাফল নিয়ে কোন আপত্তি থাকলে নির্বাচন বোর্ডে তা দাখিল করা যাবে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। একদিন সন্ধ্যা ৬টার মধ্যে আপত্তির শুনানি এবং নিষ্পত্তি করা হবে। পরদিন ১ মার্চ বিআইএ’র প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।