চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্ত করছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: অডিট প্যানেলে চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্ত করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে বাংলাদেশে কর্মরত চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্মগুলোর কাছ থেকে আবেদন আহবান করেছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। আগামী ৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে এই আবেদন দাখিল করতে বলা হয়েছে।
তালিকাভুক্ত এসব ফার্মের মাধ্যমে বীমা আইন ২০১০ এর আওতায় বীমা কোম্পানির বিশেষ নিরীক্ষাসহ কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী তদন্ত, সম্পত্তি মূল্যায়ন, কোম্পানি মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে। গত ১৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতা চাওয়া হয়েছে-
নিরীক্ষক বা নিরীক্ষা ফার্মের অংশীদার চার্টার্ড একাউন্ট্যান্ট হবেন। বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্ট অর্ডার, ১৯৭৩ (পিও ২, ১৯৭৩) মোতাবেক (ক) বিদেশী অডিট ফার্মের সাথে এফিলিয়েশন আছে এমন ফার্মের ক্ষেত্রে দু’জন ফেলো চার্টার্ড একাউন্ট্যান্ট থাকতে হবে অথবা (খ) বিদেশী অডিট ফার্মের সাথে এফিলিয়েশন নেই এমন ফার্মের ক্ষেত্রে চারজন ফেলো চার্টার্ড একাউন্ট্যান্ট থাকতে হবে।
বিদেশী ফার্মের সাথে এফিলিয়েশন থাকুক বা না থাকুক আবেদনকারী অডিট ফার্মের দু’জন ফেলো অংশীদারের ন্যূনতম ১০ বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে।
ফার্মের নিরীক্ষকদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হতে হালনাগাদ তালিকাভুক্ত থাকতে হবে। নিরীক্ষা ফার্মে প্রয়োজনীয় সংখ্যক নিরীক্ষক স্টাফ থাকতে হবে যাদের সংখ্যা ১৫ জনের কম হবে না।
কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিরীক্ষক হিসাবে বিবেচিত হওয়ায় প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়াসহ এ বিষয়ে আরো জানতে এখানে ক্লিক করুন।