মুখ্য নির্বাহীদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিলেন চেয়ারম্যানরা
নিজস্ব প্রতিবেদক: এবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) মূখ্য নির্বাহীদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা। বীমা খাতের উন্নয়নে বিদ্যমান সমস্যা এবং জন আস্থা বৃদ্ধির জন্য মূখ্য নির্বাহীদের উপর কর্তৃপক্ষের কঠোর নজরদারি জরুরি বলে মনে করেন তারা।
আজ মঙ্গলবার বিকালে আইডিআরএ’র সঙ্গে বীমা কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যানদের এক মতবিনিময় সভায় এমন পরামর্শ দেয়া হয়। বীমা খাতের সমস্যা কাটিয়ে উন্নয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে দেশের লাইফ ও নন-লাইফ খাতের বীমা কোম্পানির চেয়ারম্যানদের সঙ্গে এই মতবিনিময় সভা করে আইডিআরএ।
এতে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ করিব হোসেনসহ লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির ৬০ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আইডিআরএর চেয়ারম্যান বীমা খাতের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নিতে সকলকে সহযোগিতা করার আহবান জানান। উপস্থিত চেয়ারম্যানরা সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
চেয়ারম্যানদের পক্ষ থেকে কোম্পানির মূখ্য নির্বাহীর উপর তদারকি বাড়ানোর আহবান জানানো হয়। এ সময় তারা বলেন, আমরা কোম্পানির অনুমোদন নিয়েছি। কিন্তু আমরা বীমা বিষয়ে তেমন কিছ জানি না। মূলত কোম্পানির মূখ্য নির্বাহীরাই কোম্পানির ব্যবসা পরিচালনা করে। তাদের প্রস্তাবগুলোকে আমরা অনুমোদন করি। এক্ষেত্রে সববিষয় আমরা বুঝে করি এমনটা না। আমরা মূলত ব্যবসায়ী। বীমা ব্যবসা পরিচালনার জন্য মূখ্য নির্বাহীদের উপরই আমাদের নির্ভর করতে হয়। এ কারণে এ খাতের সচ্ছতা আনতে মূখ্য নির্বাহীদের কর্মকাণ্ডের উপর কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন, পরামর্শ চেয়ারম্যানদের।
সম্প্রতি বীমা আইন সংশোধনের বিষয়ে দুদকের প্রস্তাবনার বিষয়ে আইডিআরএ সহযোগিতার আহবান জানান চেয়ারম্যানরা। এ প্রেক্ষিতে আইডিআরএ’র পক্ষ থেকে জানানো হয় এটি মন্ত্রণালয়ের বিষয়। দুদক এ প্রস্তাব করেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের হাত ধরে আমাদের কাছে এসেছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনার করার কথা বলেছি। গত সপ্তাহে অনুষ্ঠিত মন্ত্রণালয়ে বৈঠকে আপনারাও ছিলেন।
আইডিআরএ’র পক্ষ থেকে আরো বলা হয় আইন প্রণয়ন একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। বীমা খাতের জন্য ক্ষতিকর হবে এমন কোনো বিষয় অবশ্যই আমরা করবো না।
সভায় নিবন্ধন ফি কমানোর দাবি জানান চেয়ারম্যানরা।
বিদেশে রি-ইন্স্যুরেন্স করায় বিপুল অংকের প্রিমিয়াম বিদেশে চলে যাচ্ছে উল্লেখ করে কোম্পানির চেয়ারম্যানরা দেশেই রিইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে আইডিআরএ’র প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর আর্থিক চিত্র তুলে ধরে আইডিআরএ’র নির্বাহী সদস্য (যুগ্মসচিব) খলিল আহমেদ। প্রতিটি কোম্পানির প্রিমিয়াম, মার্কেট শেয়ার, ক্লেইম সেটেলমেন্ট (টাকার অংকে, সংখ্যাগত), পলিসি ল্যাপ্সেস প্রভৃতি ইনডিকেটর এর তূলনামূলক বিশ্লেষণ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।
উপস্থিত চেয়ারম্যানদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস। অনুষ্ঠানে আইডিআরএ’র সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন।