ঢাকায় আজ ২৮ কোটি টাকা দাবি পরিশোধ করবে পপুলার লাইফ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা অঞ্চলের ১০ হাজার ১১৬ বীমা গ্রাহকের ২৮ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ১৭৭ টাকা দাবি পরিশোধ করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আজ সোমবার বিকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে এ উপলক্ষে চেক হস্তান্তর, গ্রাহক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস ও নির্বাহী পরিচালক খলিল আহমদ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বিআইএ'র কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।