বীমা খাতের উন্নয়ন অর্থনীতিকে শক্তিশালী করবে: আইডিআরএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের উন্নয়ন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এ খাতের উন্নয়ন হলে বাড়বে জাতীয় প্রবৃদ্ধি। এমডিজি অর্জনও সহজ হবে। তাই এ খাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে বীমা বিষয়ক একটি সেমিনারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এসব কথা বলেন।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা খাতে বড় সমস্যা দু'টি- গ্রাহকদের আস্থাহীনতা ও ইমেজ সংকট। তাই আমরা বেশি জোর দিয়েছি এই সেক্টরের গ্রাহকদের আস্থাহীনতা এবং ইমেজ সংকট দূর করার জন্য। এরইমধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপও নিয়েছি। আমরা আশাবাদি, খুব অল্প সময়ের মধ্যেই এই সেক্টরের প্রতি শ্রদ্ধা আনয়ন করতে সক্ষম হবো।
তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে আমাদের কন্ট্রিবিউশন একবারেই নেই। এমনকি ভারতও এর অবদান ৪ শতাংশ। আমাদের এই অবদান দশমিক ৬৭ শতাংশ। কাজেই আমরা এ লক্ষ্যেই কাজ করতে চাচ্ছি।
শফিকুর রহমান বলেন, এই সেক্টরটা কিন্তু ব্যাংকিং সেক্টরের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে আমরা আশাবাদি যে, আমাদের এই সেক্টর জাতীয় অর্থনীতিতে, জাতীয় প্রবৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আমাদের জাতীয় প্রবৃদ্ধি এখন ৭ শতাংশের বেশি।
তিনি আরো বলেন, আমি মনে করি এই সেক্টরে যদি গতিশীলতা আসে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো। আমাদের এই পজিটিভ ভূমিকা অর্থনীতিতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমি এই সেক্টরের ব্যাপারে পুরো আশাবাদী। কাজেই আপনাদের সহযোগিতা কামনা করছি।