বীমাখাতের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ে বিআইপিডি'র কর্মশালা
ডেস্ক রিপোর্ট: বীমাখাতের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ে কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । আগামী ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর ৩৫ তোপখানা রোডস্থ রজনীগন্ধা অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)'র অধ্যাপক ড. এম. কায়কোবাদ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মশালাটি পরিচালনা করবেন বাহরাইনে অবস্থিত পুনর্বীমা কোম্পানি ট্রাস্ট রি'র ধামেশ দেভ, চেমবিয়ান টেকনোলজিস প্রাইভেট লিমিটেড'র নলেনথিয়ান, সরবরাহ ও গুণগত মান নিশ্চয়তার পরিচালক এবং বালাজী, মূখ্য নির্বাহী কর্মকর্তা।
বিভিন্ন বীমা কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। লাইফ ও নন- লাইফ বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকগণ কর্মশালায় উপস্থিত থাকবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)