আইডিআরএ চেয়ারম্যান নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বিগত চার বছরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র প্রধান হিসেবে তিনজনকে নিয়োগ দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য একপ্রকার বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে, যা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে।
আইডিআরএ’র এই ধরণের অস্থিতিশীল অবস্থা বীমা খাতের জন্য কোন ভালো ইঙ্গিত বহন করে না। আইডিআরএ চেয়ারম্যানের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বীমা সংশ্লিষ্টদের মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
জনসাধারণের ধারণা এই সকল অবসরপ্রাপ্ত আমলাদের আইডিআরএ’র মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে এই প্রতিষ্ঠানকে কেবল হাস্যকর বস্তুতেই পরিণত করা হচ্ছে না বরং বীমা খাতকে দুর্বল করার অপচেষ্টা চলছে।
অতীতে আইডিআরএ’র কতিপয় চেয়ারম্যানের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে- অবসরপ্রাপ্ত পরবর্তী সময়ে তারা যেন কেবলমাত্র কালক্ষেপণ বা ‘হ্যাপী টাইম’ পাস করার জন্য বীমা খাতকে বেছে নিয়েছেন।
বীমা খাতের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই ধরণের গা-ছাড়া গোছের আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমাদের আহবান রইল- আইডিআরএ চেয়ারম্যান পদে সরকারী আমলাদের নিয়োগের পরিবর্তে বীমা শিক্ষায় শিক্ষিত ও অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের নিয়োগ দেয়ার জন্য।