অবিলম্বে বাধ্যতামূলক থার্ডপার্টি মটর বীমা পুনরায় চালু করা প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: কেউ কি জানে, কি কারণে বাংলাদেশে থার্ডপার্টি বা তৃতীয়পক্ষ মটর বীমা (এক্ট পলিসি) বাতিল করা হয়েছে?

শোনা যায়, কারো খেয়াল-খুশি এবং নির্বুদ্ধিতার কারণে ভালো-মন্দ চিন্তা না করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পৃথিবীর প্রায় সকল দেশে আইন করে তৃতীয়পক্ষ মটর বীমা (থার্ডপার্টি) বাধ্যতামূলক করা হয়েছে।

তৃতীয়পক্ষ মটর বীমা ব্যতিরেকে কোনো গাড়ী রাস্তায় চলাচল অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

তৃতীয়পক্ষ মটর বীমা যেসকল ঝুঁকি আবরিত করে তা হচ্ছে-

১) তৃতীয়পক্ষের গাড়ীর ক্ষতি,

২) তৃতীয়পক্ষের মৃত্যু এবং শারীরিক অনিষ্ঠতা এবং

৩) তৃতীয়পক্ষের সম্পত্তির ক্ষতি।

বাধ্যতামূলক মটরগাড়ী বীমা ছাড়া লাখ লাখ গাড়ী রাস্তায় প্রতিদিন চলাচল করার কথা চিন্তাই করা যায় না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্বাক এবং নিষ্ক্রিয় ভূমিকা এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে।

এ ব্যাপারে বাংলাদেশ সভ্যজগত থেকে যেনো লজ্জাজনকভাবে ছিটকে পরেছে।

আশাকরি, বৃহত্তর জনস্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ব্যাপার সিদ্ধান্ত গ্রহণ করে এই ভয়াবহ অবস্থার অবসান করবে।