বীমা খাত সংস্কার বনাম আইডিআরএ’র কমফোর্ট জোন

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা খাতে বিভিন্ন সমস্যা নিয়ে এই পত্রিকায় নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যেন সংকল্প করেছে চারপাশে যাই ঘটুক না কেন, তারা তাদের কমফোর্ট জোনের বাইরে পা বাড়াবে না।

এই পরিস্থিতিতে আমরা যারা বীমা খাতের সংস্কারের কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি, তা শুনতে হয়তো উলুবনে মুক্তা ছড়ানোর মতো মনে হতে পারে।

বীমা খাতের সাথে সংশ্লিষ্ট মহল মনে করেন, সরকারের দৃঢ় এবং বলিষ্ঠ পদক্ষেপ ছাড়া বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়।

এক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। তা না হলে শুধু কথায় চিড়ে ভিজবে না।

কথাগুলো শুনতে অপ্রিয় মনে হলেও, সত্য।

আশাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে। বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থার উত্তোলনে এর কোন বিকল্প নাই।