আর্থিকভাবে অসুস্থ জীবন বীমা কোম্পানির ব্যবসা পরিচালনা প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: আর্থিকভাবে অসচ্ছল বা দূর্বল জীবন বীমা কোম্পানির ব্যবসা পরিচালনা নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

বীমা খাতে বেশ কিছু জীবন বীমা কোম্পানি বীমা চুক্তি অনুযায়ী তাদের দায়বদ্ধতা এড়িয়ে চলার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।

আর্থিকভাবে দূর্বল এই সকল বীমা কোম্পানি সুস্পষ্টভাবে বীমা আইন লঙ্ঘন করে বীমা গ্রাহকের দাবি পরিশোধে বছরের পর বছর সময় নিচ্ছে।

এই অবস্থা দীর্ঘদিন চলতে দেয়া যেতে পারে না। বীমা গ্রাহকের স্বার্থে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্ব অনতিবিলম্বে বীমা আইন অনুযায়ী এই সকল বীমা কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা।

অসুস্থ বীমা কোম্পানিকে তাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য নিদিষ্ট সময় সীমা বেঁধে দেয়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্ব।

এ ব্যাপারে আর্থিকভাবে দূর্বল কোম্পানি ব্যর্থ বা অপারগ হলে বীমা কর্তৃপক্ষের দায়িত্ব তাদের বীমা ব্যবসা পরিচালনা নিষিদ্ধ করা এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করে দেয়া।

আশা করি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ ব্যপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।