ইন্স্যুরেন্স নিউজ বিডিতে যোগ দিলেন রাজ কিরণ দাশ

নিজস্ব প্রতিবেদক: ইন্স্যুরেন্স নিউজ বিডিতে যোগদান করেছেন তরুণ সাংবাদিক রাজ কিরণ দাশ।রোববার (১৭ আগস্ট) তাকে নিয়োগপত্র হস্তান্তর করেন ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু।

রাজ কিরণ দাশ এর আগে জাতীয় পত্রিকায় এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং পরবর্তীতে একটি বেসরকারি টেলিভিশনে সাব এডিটর (ইংলিশ ডেস্ক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজ কিরণ দাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সংবাদমাধ্যমে একাধিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করে তিনি এবার ইন্স্যুরেন্স নিউজ বিডির ইংলিশ ভার্সনে বীমা খাত সংক্রান্ত সংবাদ পরিবেশনায় যুক্ত হলেন।