লাইফ বীমার এজেন্ট লাইসেন্স গ্রহণ সহজ করল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের এজেন্ট লাইসেন্স গ্রহণ ও নবায়নের শর্তাদি সহজ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । নতুন পলিসি সংগ্রহের সংখ্যা, কমিশন আয়ের পরিমাণসহ বিলম্ব ফি প্রায় অর্ধেক কমিয়ে এনে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

বীমা এজেন্ট (নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২১ এর প্রবিধান ৬ এর দু’টি উপ-ধারা এবং প্রবিধান ৯ এর একটি উপ-ধারা সংশোধন করে গত ২২ জুন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে সংশোধন কার্যকর।

সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবিধান ৬ এর দফা (ঘ) এর- উপ-ধারা (অ)-তে উল্লেখিত “১১ (এগারো)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৬ (ছয়)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত হবে এবং উপ-ধারা (আ)-তে উল্লেখিত “২০ (বিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “১০ (দশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত হবে।

অপরদিকে লাইফ বীমার এজেন্ট লাইসেন্স নবায়ন সংক্রান্ত প্রবিধান ৯ এর উপ-প্রবিধান (১) এর দফা (গ) সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। প্রতিস্থাপিত দফা- “(গ) প্রত্যেক ক্ষেত্রে প্রতি ৩ (তিন) মাস বিলম্বের জন্য ১০০ (একশত) টাকা;” বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ২০২১ সালে প্রণীত বীমা এজেন্ট (নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধানমালা অনুসারে, লাইফ বীমার এজেন্ট লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে এক বছরে ১১টি নতুন পলিসি সংগ্রহ এবং নতুন প্রিমিয়াম সংগ্রহের বিপরীতে ২০ হাজার টাকার কমিশন আয় করতে হতো। এই নির্দেশনা ছিল প্রবিধান ৬ এর দফা (ঘ)-তে।

অপরদিকে লাইফ বীমার এজেন্ট লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রবিধান ৯ এর উপ-প্রবিধান (১) এর দফা (গ)-তে উল্লেখ করা হয়েছিল- “প্রত্যেক ক্ষেত্রে প্রথম ৩ (তিন) মাস পর্যন্ত বিলম্বের জন্য ১০০ (একশত) টাকা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ (ছয়শত) টাকা;”।  

মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান বলেন, লাইফ বীমার এজেন্ট লাইসেন্স গ্রহণের শর্ত শিথিল করায় বিষয়টি অবশ্যই ইতিবাচক। কারণ, এ খাতে এজেন্টের যথেষ্ট সংকট রয়েছে।

আইডিআরএ’র এই উদ্যোগ লাইফ বীমা খাতের এজেন্ট সংকট অনেকটাই কমিয়ে আনতে সহায়তা করবে বলে মনে করেন এস এম নুরুজ্জামান।