জেনিথ ইসলামী লাইফের ১২তম বার্ষিক সাধারণ সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।
কোম্পানির পরিচালক ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ, অ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানসহ শেয়ারহোল্ডারবৃন্দ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিগত বছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।
কোম্পানির শেয়ারহোল্ডার এবং মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়, যা কোম্পানির উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।