একচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ, মতামত চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: একচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ একচ্যুয়ারি অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত করতে মতামত চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী ১৬ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও জনসাধারণকে এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ওয়েবসাইটে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নতুন এই অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষের আইন অনুবিভাগ থেকে ইস্যুকৃত এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক (আইন) মোহাম্মদ খালেদ হোসেন।
এতে বলা হয়েছে, বীমা শিল্পে ও অন্যান্য পেশায় একচ্যুয়ারিয়াল পেশার সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং এই পেশা সংক্রান্ত শিক্ষাদান, পাঠদান, প্রশিক্ষণ ও পরীক্ষা এবং এতৎসংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট অব বাংলাদেশ (এআইবি) নামীয় একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং এতৎসংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়ে একটি অধ্যাদেশ প্রণয়ন করা সমীচীন ও আবশ্যকীয়। সেই প্রেক্ষিতে 'বাংলাদেশ একচ্যুয়ারি অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
প্রস্তুতকৃত খসড়া সংশোধনীর বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও জনসাধারনের সুচিস্থিত মতামত আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ১৬ অক্টোবর, ২০১৫ তারিখের মধ্যে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকোষ ফন্টে) এবং (পিডিএফ) কপি ই-মেইলে ([email protected], [email protected], [email protected]) নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উল্লেখিত ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য নয় এবং বর্ণিত তারিখের মধ্যে ই-মেইলে মতামত না পাওয়া গেলে আপত্তি বা মতামত নাই মর্মে বিবেচনা করে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ একচ্যুয়ারি অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া দেখতে এখানে ক্লিক করুন।