নন-লাইফ বীমা গ্রাহকদের উত্থাপিত দাবির ৯২% অনিষ্পন্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বীমা খাতে উত্থাপিত দাবির ৮.৩০ শতাংশ পরিশোধ করেছে কোম্পানিগুলো। ফলে ৯১.৭০ শতাংশ বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র প্রকাশিত ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির দেয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২৫ সালে সবচেয়ে বেশি বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা ও পুনর্বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন। প্রতিষ্ঠানটিতে অনিষ্পন্ন দাবির পরিমাণ ২ হাজার ৭৫ কোটি ৮০ লাখ টাকা। যা কোম্পানিটিতে উত্থাপিত মোট বীমা দাবির ৯৬.৫০%।
অপরদিকে বেসরকারি খাতে সবচেয়ে বেশি বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে, ২৭০ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটিতে উত্থাপিত মোট বীমা দাবির ৯৪.২১% অনিষ্পন্ন রয়েছে। এ ছাড়াও প্রগতি ইন্স্যুরেন্সে ১৬৩ কোটি ৫৯ লাখ টাকা বা ৯২.৩৩% এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সে ১০০ কোটি ৯৭ লাখ টাকা বা ৯২.৩১ শতাংশ বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে।
আইডিআরএ’র তথ্য বলছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের উত্থাপিত দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৬০৪ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলো ৩শ’ কোটি ১ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে।
এই হিসাবে কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের উত্থাপিত বীমা দাবির ৩ হাজার ৩০৫ কোটি ৬৮ লাখ টাকা বা ৯১.৭০ শতাংশ এখনো অনিষ্পন্ন রয়েছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিগুলোর কাছে নতুন করে ৩৯২ কোটি ৫৬ লাখ টাকার দাবি উত্থাপন হয়।
অপরদিকে ২০২৫ সালের শুরুতে বা ২০২৪ সাল শেষে দেশের নন-লাইফ বীমা খাতে বকেয়া দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৫৫ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলো ২৯৫ কোটি ২৯ লাখ টাকার দাবি নিষ্পত্তি করে। চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে ৩৯০ কোটি ১০ লাখ টাকার বীমা দাবি উত্থাপন হয়।
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নন-লাইফ বীমা খাতে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করেছে সাধারণ বীমা করপোরেশন, ৭৫ কোটি ৩৪ লাখ টাকা। পাইওনিয়ার ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২৭ কোটি ২২ লাখ টাকা। ইউনিয়ন ইন্স্যুরেন্স ১৮ কোটি ১০ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে।
এছাড়া গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ১৬ কোটি ৬২ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১৬ কোটি ৩৮ লাখ টাকা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ কোটি ৬৬ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে।