আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রী রিয়ার বিরুদ্ধে দুদকের দুটি মামলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় ও বৈধ উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ

দুদকের অনুসন্ধানে দেখা যায়, মোশাররফ হোসেন তার সম্পদ বিবরণীতে ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জমা দেন। যাচাইকালে তার পরিবারের অতিরিক্ত ব্যয় হিসেবে আরও ১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮০০ টাকার তথ্য পাওয়া যায়। এভাবে মোট হিসাব দাঁড়ায় ৫ কোটি ৭১ লাখ ১ হাজার ৪৭৭ টাকা।

অন্যদিকে, তার বৈধ আয়, ঋণ বা দায় থেকে পাওয়া অর্থ মিলিয়ে পাওয়া যায় ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ টাকা। ফলে তার আয় থেকে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার উৎস অজ্ঞাত থেকে যায়। এটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে উল্লেখ করেছে দুদক।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন।

স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে আরও বড় অনিয়ম

দুদকের অনুসন্ধানে মোশাররফ হোসেনের স্ত্রীর সম্পদের ক্ষেত্রে আরও বড় অস্বচ্ছতার প্রমাণ মেলে। তার নামে মোট অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ১৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৭ টাকা এবং পারিবারিক ব্যয় ২৭ লাখ ৮৫ হাজার ৯২২ টাকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পদ ও ব্যয় দাঁড়ায় ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা।

কিন্তু বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে মাত্র ৪৯ লাখ ৭৫ হাজার ৫৫৬ টাকা। এর ফলে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার উৎস অজ্ঞাত থেকে যায়, যা দুদকের মতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।

দুটি মামলার সিদ্ধান্ত

দুদক জানায়, রিয়া বেগমের এ বিপুল অজ্ঞাত সম্পদ অর্জনে তার স্বামী মোশাররফ হোসেন সহযোগিতা করেছেন। তাই তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।