আইডিআরএ’র বৈঠক

নন-লাইফ বীমার এজেন্ট কমিশন বাতিলে নীতিগত সিদ্ধান্ত, শিগগিরই প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা ও প্রক্রিয়া নির্ধারণ করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে বৈঠকে বিআইএ’র সভাপতি সাঈদ আহমেদ, নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা, আইডিআরএ’র সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইডিআরএ বলছে, নন-লাইফ বীমা বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যবসায়িক অনিয়ম হ্রাস এবং খাতটিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠকে অংশ নেয়া মুখ্য নির্বাহী কর্মকর্তারা এজেন্ট কমিশন ছাড়া ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য, বর্তমানে দেশের বীমা খাতে ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা ও পুনর্বীমা কোম্পানি রয়েছে একটি।