নন-লাইফ বীমা খাত

ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত বিষয়ে যা বলছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা খাতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, নন-লাইফ বীমা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করা যাবে না।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএ’র জারি করা এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন-লাইফ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট নিয়োগ, এজেন্টের মাধ্যমে ব্যবসা আহরণ কিংবা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদানের সুযোগ নেই। এ নির্দেশনার ব্যত্যয় বীমা আইন, ২০১০-এর ধারা ৫৮(১) ধরার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন-লাইফ বীমা খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান অনিয়ম, কমিশনভিত্তিক অসঙ্গতি ও স্বচ্ছতার ঘাটতি দূর করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইডিআরএ মনে করে, এ সিদ্ধান্তের মাধ্যমে নন-লাইফ বীমা খাতে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হবে এবং পলিসিগ্রাহকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

বীমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে নন-লাইফ বীমা ব্যবসায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে এবং কোম্পানিগুলোকে বিকল্প ব্যবসায়িক মডেল গ্রহণে মনোযোগ দিতে হবে।