নন-লাইফে শূন্য শতাংশ কমিশন বাস্তবায়ন পর্যবেক্ষণে বিআইএফ’র কমিটি

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতসহ নন-লাইফ বীমা খাতে শূন্য শতাংশ কমিশন ঘোষণা করে আইডিআরএ’র জারি করা সার্কুলার বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি মনিটরিং কমিটি গঠন করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) ।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার ৩৬, দিলকুশাস্থ সংগঠনটির কার্যালয়ে এ খাতের মুখ্য নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় ৫ সদস্য বিশিষ্ট এই মনিটরিং কমিটি গঠন করা হয়।সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সংগঠনের প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী এই জরুরি সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কমকর্তা আবুল কালাম আজাদ, বিআইএফ’র সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.), জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী;
বিআইএফ’র সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারি ও ষ্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার। এছাড়াও অন্যন্য নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিআইএফ সেক্রেটারি বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.) কে আহবায়ক করে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সিহাব উল্যাহ আল মনজুর, সিটি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠিত হয়।
উক্ত কমিটি বিআইএফ’র সকল সদস্যের সাথে সমন্বয় করে- সাধারণ বীমা খাতে শূন্য কমিশনের উপর আইডিআরএ’র সাম্প্রতিক সার্কুলার বাস্তবায়ন কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।




