তামাদি পলিসি চালুর বিশেষ সুযোগ রুপালী লাইফে

নিজস্ব প্রতিবেদক: তামাদি পলিসি চালু করার জন্য বিশেষ সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি রুপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত এই সুযোগ চালু থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বীমা পলিসির সুযোগ-সুবিধা বহাল থাকবে বলে জানিয়েছে বীমা কোম্পানিটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, যেসব পলিসি তামাদির সময় ১ থেকে ৫ বছর হয়েছে সেগুলোর বিলম্ব মাশুল সম্পূর্ণ মওকুফ করা হবে। অর্থাৎ কোন রকম বিলম্ব মাশুল ছাড়াই এসব পলিসি চালু করা যাবে। তবে যে সকল পলিসির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে, সেই সকল পলিসি এই সুবিধার আওতায় থাকবে না।
পলিসি চালু/সচল করতে পলিসি ডকুমেন্ট, পাশবই এবং প্রিমিয়াম রশিদসহ কোম্পানির প্রধান কার্যালয়, যেকোনো সার্ভিস সেল অথবা নির্ধারিত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দিতে হবে। অনুমোদিত ব্যাংকগুলো হলো- সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।
এছাড়াও কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে অথবা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দিয়ে পলিসি সচল করা যাবে। বিকাশ/নগদ/রকেটে জমার নম্বর: ০১৮৪৮-৩১১৬৮৪। ব্যাংকিং চ্যানেল ব্যবহারে কোনো জটিলতা হলে ০১৮৪৭-১৩৩৭২৪ অথবা ০১৮৪৭-১৩৩৭৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




