সানলাইফের ইসলামী আদর্শ বীমা প্রকল্পের বনভোজন অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির ইসলামী আদর্শ বীমা প্রকল্পের বার্ষিক বনভোজন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০০ উন্নয়ন কর্মকর্তার সমন্বয়ে সম্প্রতি ঢাকার মিরপুরস্থ তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্ষিক বনভোজন ও উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারপারসন প্রফেসর রুবিনা হামিদ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ রবিউল আলম এসিএস;
বার্ষিক বনভোজন ও উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ইসলামী আদর্শ বীমা প্রকল্পের পরিচালক ও সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভীন। (সংবাদ বিজ্ঞপ্তি)