মানি লন্ডারিং নিয়ে কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের কর্মশালা
ডেস্ক রিপোর্ট: বীমা শিল্পে মানি লন্ডারিং ও টেরোরিস্ট ফ্যাইনান্স বা অর্থশোধন ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং প্রতিহত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সম্প্রতি ৬৩জন ব্যবসা সফল কর্মী নিয়ে কক্সবাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমন ও উন্নয়ন সম্মেলন- ২০১৮'র অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা।
কর্মশালায় মানি লন্ডারিং ও টেরোরিস্ট ফ্যাইনান্স প্রতিরোধ ও প্রতিহতের বিষয়ে আলোচনা রাখেন কোম্পানিটির লিগ্যাল রিটেইনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা। তিনি এ সমস্যাকে বিশ্ব অর্থনীতিতে ভাইরাস আখ্যায়িত করেন।
মানি লন্ডারিং কি, টেরোরিস্ট ফ্যাইনান্স কি, বীমা শিল্পে মানি লন্ডারিং এবং টেরোরিস্ট ফ্যাইনান্স কিভাবে হয় বা হচ্ছে। এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ফ্যাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট এর কার্যক্রম আলোচনা করেন তনয়।
এ ছাড়াও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন বিধান ও বীমা শিল্পে নিষিদ্ধ সংগঠন সমূহ, গ্রাহক নির্বাচন নীতিমালা এবং ইউনিফর্ম কেওয়াইসি ফরম বিষয়ে আলোকপাত করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)