বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল মেডিকেলের স্বাস্থ্যসেবা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: স্বাস্থ্য বীমাকে আরও কার্যকর ও গ্রাহকবান্ধব করতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্প্রতি বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে হাসপাতালের নির্বাহী পরিচালক আ ন ম তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই করপোরেট চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য বীমা পলিসি গ্রাহকরা ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাশলেস সুবিধা পাবেন- অর্থাৎ নির্দিষ্ট শর্তসাপেক্ষে চিকিৎসা গ্রহণের সময় নগদ অর্থ পরিশোধের চাপ কমবে। পাশাপাশি, সকল পলিসি গ্রাহক, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পোষ্যগণ হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং দাবি ও হাসপাতাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান (সুমন) উপস্থিত ছিলেন। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রধান মো. হাদিউল করিম খান এবং এক্সিকিউটিভ-করপোরেট মো. রাইসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।