কুষ্টিয়ায় হোমল্যান্ড লাইফের মেয়াদোত্তর বীমার চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। আজ বৃহস্পতিবার কোম্পানিটির কুষ্টিয়া এরিয়া অফিসে এ চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হোমল্যান্ড লাইফ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিজিএম ও কুষ্টিয়া এরিয়া অফিসের ইনচার্জ আজিজুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানিটির রাজবাড়ী-ফরিদপুর অঞ্চলের সাবেক ইভিপি এস এম হাবিবুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানে বেশ কিছু গ্রাহকের মেয়াদপূর্তির চেক প্রদান করা হয়।