গ্রামীণ জনগোষ্ঠির বীমা সুবিধা নিশ্চিত করতে

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও কেয়ার বাংলাদেশ'র মধ্যে ক্ষুদ্রবীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও কেয়ার বাংলাদেশ এর মধ্যে ক্ষুদ্রবীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রগতি লাইফের সিইও মোঃ জালালুল আজিম ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তি অনুসারে সিলেট, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ১০টি জেলার ৪৩টি ইউনিয়নে কেয়ার বাংলাদেশ এর সমষ্টি প্রকল্পের আওতাধীন জনগোষ্ঠিকে ক্ষুদ্র জীবন ও স্বাস্থ্য বীমা (পাইলট স্কীম) আওতায় বীমা সুবিধা প্রদান করবে প্রগতি লাইফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের জিএম, অপারেসন্স এবং হেড অফ এডিসি এসএম জিয়া উল হক এবং কেয়ার বাংলাদেশ এর পরিচালক, ইআরপিপি আনোয়ারুল হক ও সিনিয়র টিম লিডার মোঃ গিয়াস উদ্দিন তালুকদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।