গার্ডিয়ান লাইফের বীমার আওতায় এসবিএসি ব্যাংকের গ্রাহকরা
ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এসবিএসি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর মতিঝিলে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুসারে এসবিএসি ব্যাংকের সকল ডিপিএস গ্রাহক গার্ডিয়ান লাইফের ঋণ নিরাপত্তা বীমার আওতাভূক্ত হবে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদুল করিম; হেড অব ব্যাংকাস্যুরেন্স, আহমেদ ইশতিয়াক মাহমুদসহ আরো অনেক সিনিয়র এক্সিকিউটিভ এবং এসবিএসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিওডি আবু বায়েজিদ এসকে; ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্রেডিট মো. আব্দুল মান্নানসহ আরো অনেক সিনিয়র এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।