জেনিথ ইসলামী লাইফে ব্যবসা পর্যালোচনা সভা

ডেস্ক রিপোর্ট: সংগঠন প্রধান ও ভাইস প্রেসিডেন্টদের (উন্নয়ন) নিয়ে মাসিক ক্লোজিং ও ব্যবসা পর্যালোচনা সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ শনিবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এ সময় কোম্পানির অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের সিনিয়র ডিজিএম মো. হারুন অর রশিদ ও উন্নয়ন প্রশাসন বিভাগের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।