পপুলার লাইফের ৪০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১৯তম বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়েছে। গত ১৫ জুলাই রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ কোম্পানির উদ্যোক্তা পরিচালক এম ফজলে তাহের, স্বতন্ত্র পরিচালক মো. খালেদ মোশারফ হোসেন ও মোল্লা গোলাম মোহাম্মদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. মোতাহার হোসেন উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।