জেনিথ ইসলামী লাইফের বরিশাল বিভাগীয় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বরিশাল বিভাগীয় অফিসে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় অফিসের ইনচার্জ এসইভিপি আবদুস সালাম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি কে এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরিশালের এসইভিপি এসএম ইমরান আহসান, কোম্পানির অডিট ইনচার্জ আবদুর রহমান, বরিশালের ইভিপি ফখরুদ্দিন আল মামুন ও গোলাম মোস্তফা, কোম্পানির প্রশাসনিক ইনচার্জ মো. মশিউর রহমান, বরিশালের এসইডি ইশরাত জাহান। এছাড়া বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)