ঢাকায় ডেল্টা লাইফের নারী সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্ষুদ্র বীমায় নারী বিপণন কর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতিসরূপ ২০১৭ সাল থেকে প্রতিবছরই একটি বর্ণাঢ্য সম্মেলন আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার (২৬ অক্টোবর) ৬ষ্ঠ বারের মতো ডেল্টা লাইফ ‘নারী কর্মী সম্মেলন-২০২৫’ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান এসিআইআই-ইউকে এবং সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।

ডেল্টা লাইফ সর্বপ্রথম নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র বীমা প্রকল্প চালু করে। ১৯৮৮ সাল থেকে আজ অবধি গণ-গ্রামীণ বীমা নামে ক্ষুদ্র বীমার পরিকল্পসমূহ সফলভাবে বিপণন করে যাচ্ছে। গণ-গ্রামীণ বীমার শুরু থেকেই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের নারীদেরকে ক্ষুদ্রবীমার বিপণনে সম্পৃক্ত করে আসছে।

গণ-গ্রামীণ বীমায় নারী বীমা এজেন্টের সংখ্যা মোট এজেন্টের ৭২.৪৯ শতাংশ। মোট প্রিমিয়াম আয়ের ক্ষেত্রেও নারী কর্মীরা অপ্রতিরোধ্য। মোট সংগৃহীত প্রিমিয়াম আয়ের ৬৭.৮ শতাংশ এসেছে শুধুমাত্র নারী এজেন্টদের মাধ্যমে। এছাড়াও একক বীমার নারী কর্মীরা বীমা বিপণনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেল্টা লাইফ ভবিষ্যতেও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করবে এবং নারীর অবদানের স্বীকৃতি প্রদান অব্যাহত রাখবে। আমরা আশাকরি নারী কর্মীদের অদম্য প্রচেষ্টায় আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রা আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হবে।

সম্মেলনে সারা বাংলাদেশ থেকে প্রায় ৪০০ জন সফল নারী কর্মী অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ে কাজে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ১৫ জন নারী কর্মীকে পদক ও সনদ প্রদান করা হয়। গল্প-গান-আড্ডার ‘আপন ভূবন’ পর্বে নারীরা তাদের জীবনের গল্প তুলে ধরেন। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ সালের নারী কর্মী সম্মেলনের সমাপ্তি হয়।