বেস্ট লাইফের বীমার আওতায় গ্লোবাল ইন্স্যুরেন্সের কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট: বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম সোলায়মান হোসেন এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে গ্লোবাল ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারি এখন থেকে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুজ্জামান, ক্লেইম কমিটির চেয়ারম্যান মো. আব্দুল মুকতাদির, অডিট কমিটির চেয়ারম্যান মিসেস খুরশিদা আহমেদ, সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)