ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ১৩২তম সভা

ডেস্ক রিপোর্ট: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির ১৩২তম সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। সভায় কোম্পানির বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা করা হয় এবং কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নানাবিধ দিক নির্দেশনা দেয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এম জি ফারুক, কোম্পানির স্বতন্ত্র পরিচালক এজেডএম শামসুল আলম, মূখ্য উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, কন্সালট্যান্ট এ কে মমতাজ খাঁন, ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান। কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মো. দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।