ট্রাষ্ট ইসলামী লাইফ গ্রাহকের ৭ লাখ টাকা মৃত্যুদাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা গ্রাহক মরহুম নাদিম সেলিমের মৃত্যুদাবি বাবদ ৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ গিয়াস উদ্দীন রোববার (৯ আগস্ট, ২০২০) গ্রাহকের স্ত্রী ও পলিসির নমিনির হাতে এই চেক হস্তান্তর করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির এসএএমডি মাসুদ আলম অভি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজান। এছাড়া কোম্পানির এসইভিপি আবু বকরসহ অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)