আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে নিটল ইন্স্যুরেন্সের শুভেচ্ছা
ডেস্ক রিপোর্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নিটল ইন্স্যুরেন্স। গতকাল সোমবার কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এই শুভেচ্ছা জানান।
এ সময় নিটল ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. শাখাওয়াত হোসেন এবং বিভাগীয় প্রধান (অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স) মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।